ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ৪৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের শামসুল হকের পুত্র মোস্তফা কামাল(৪২)। জানাগেছে বুধবার দুপুর সাড়ে ১২টায় এসআই গাবুর আলী,এএসআই বুলবুলের নেতৃত্বে পুলিশের টহল দল মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা কামালকে ৪৪০ গ্রাম গাঁজাসহ বাড়ি থেকে আটক করে। আটককৃত মোস্তফা কামালের নামে ৪ টি মাদক মামলা রয়েছে। ওসি আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।মামলা নং ০৯,তারিখ ২৬/০৫/২০২১। আগামী কাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।