ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে তিনটি জংলি বানরের উপদ্রবে জনগন অতিষ্ট। এ পর্যন্ত এক শিশু সহ দুইজনকে আচঁর ও কামড়িয়ে আহত করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বানর তিনটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য জানান । রবিবার ইউএনও চিড়িয়াখানার সহযোগিতায় আক্রমনাত্বক একটি বানর আটক করে দিনাজপুর রাম সাগরজাতীয় উদ্যানে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন