ষ্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,জাতীয় পার্টির রাজনৈতিক উপদেষ্টা ,২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এম,পির ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের গৃহনির্মাণ সহায়তার বিশেষ বরাদ্দের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল ১৭ জুলাই রবিবার উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলামের সভাপতিত্বে এম,পির প্রতিনিধি জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৬ জন হত দরিদ্রদের মাঝে ৯৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ২ লক্ষ ৮৮ হাজার টাকা বিতরণ করেন। ঢেউটিন বিতরণের সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম,জাবেদ মন্ডল প্রমুখ।