মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ

‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে ২৭ জুলাই ২০২৩ তারিখ বৃহস্পতিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন সোনাহাট স্থলবন্দর গামী মহাসড়কের দুই পার্শ্বে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বানিউল আনাম, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী, সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এ সময় মহাসড়কের দুই ধারে প্রয় ১০০ চারাগাছ রোপণ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ রোপণ করায় স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন রাস্তা সংস্কার করায় পূর্বের গাছগুলো কেটে ফেলতে হয়েছে। বর্তমানে রাস্তার পার্শ্বে কোন গাছ না থাকায় প্রচন্ড এই তাপদাহে রাস্তায় চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আজ জেলা পুলিশের পক্ষথেকে যে চারাগাছগুলি রোপণ করা হলো সেগুলোকে সঠিক ভাবে পরিচর্যা করা হলে কয়েক বছরের মধ্যে এই সড়কটি সবুজ সড়কে পরিনত হবে।

ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বলেন, ‘সবুজ করি কুড়িগ্রাম’ উদ্যোগটি মাধ্যমে আজ ভূরুঙ্গামারীর সোনাহাট সড়কের পার্শ্বে যে চারাগাছ রোপণ হলো নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ আমরা সকলে মিলে এই গাছগুলোর পরিচর্যা করবো।

চারাগাছ রোপণ শেষে সোনাহাট ডিগ্রী কলেজ ও সোনাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তর ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *