ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ডলার প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
জানাগেছে ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের ডলার প্রতারনা চক্রের মুলহোতা আব্দুর রশিদ(৪৮) ও তার সহযোগী মোঃ লালমিয়া (৩৮)সহ একটি ডলার প্রতারক গ্রুপ জনৈক মোঃ হারুর অর রশিদ(৪৩) কে টাকার বিনিময়ে সস্তা মুল্যে ডলার দেয়ার প্রলোভন দেখিয়ে ২ লক্ষ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারনা শিকার হারুন অর রশিদ এ বিষয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করলে কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব এর নির্দেশনায় থানার একটি চৌকস পুলিশ টীম উক্ত প্রতারক চক্রের মুল হোতা মোঃ আব্দুর রশিদ ও তার সহযোগী মোঃ লালমিয়া(৩৮) কে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানাগেছে প্রতারক আব্দুর রশিদ-লালমিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকার অসহায় লোকজনদের সস্তা দরে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে এলাকায় ডেকে এনে টাকা পয়সা হাতিয়ে নিত। অভিযুক্ত মোঃ লাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের মাধ্যমে প্রতারণার সমস্ত ঘটনা বর্ণনা করেন ও দোষ স্বীকার করেন । আসামিদের দেয়া তথ্য মতে উক্ত চক্রের অন্যান্যদের পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।আরও জানাগেছে ইতিপুর্বেও প্রতারক চক্রের মুলহোতা আব্দুর রশিদের বাড়ী থেকে ভারত থেকে আনা বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *