ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পালপাড়ায় জনৈক পনির উদ্দিনের বাড়ি থেকে ৩টি তক্ষকসহ কেনাবেচার সাথে জড়িত ৫ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো কচাকাটা থানার পূর্ব বিষ্ণপুর এলাকার মোজাম্মেল হক মজনু, আবুল কাশেম, রিয়াজুল ইসলাম লেবু, নয়ানা গ্রামের মোর্শেদ আলম ও বড় ছড়ার পাড় গ্রামের শাহ আলম।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকৃত তক্ষক বন্যপ্রাণী অধিদপ্তরের কুড়িগ্রামের ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।