mela-09-01-16-pস্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ের জনগনের সম্মুখে তুলে ধরতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে এসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা পরিষদের সকল বিভাগের অংশগ্রহনে মেলায় ৩২ স্টল খোলা হয়েছে। বিকাল ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন আলোচনা সভা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০টি অর্জনের ভিডিও প্রদর্শনী, রিয়েলিটি শো, এমডিজি ও এসডিজি বিষয়ক উপস্থাপনা এবং মুক্তিযুুদ্ধের চেতনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন