ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে জান্নাতুন্নাহার(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের জুয়েল মিয়ার কন্যা।
জানাগেছে,রবিবার দুপুর ১ টার সময় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হ্যালিপ্যাডের পাশের একটি ডোবার ধারে পুতুল নিয়ে খেলতে খেলতে পুতুলটি পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।