এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টিএমএসএস এর উদ্যোগে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি) প্রকল্পের আওতায় এফসিডিও এর অর্থায়নে পিকেএসপি‘র সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধীতা সহায়ক উপকরন বিতরন করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর মাদ্রাসা মাঠে প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবন্ধীতা সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস কুড়িগ্রাম জোন প্রধান জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী অঞ্চল প্রধান রুহুল আমিন, টিএমএসএস ধলডাঙ্গা শাখা প্রধান আবু মুসা, পিপিইপি প্রজেক্ট কারিগরী কর্মকর্তা আব্দুল আলীম, পুষ্টি ও স্বাস্থ্য কর্মকর্তা সৈকত হোসেন, জীবিকায়ন কারিগরি কর্মকর্তা মনোয়ার হোসেন, কারিগরি কর্মকর্তা পুষ্টি মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় একজন শিশু সহ ২২ জন পুরুষ ও ২০ জন মহিলা প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ৭ জোড়া ক্রাচ, ৫টি আলবো, ১৩টি সাদা চড়ি সহ মোট ৪৩টি প্রতিবন্ধীতা সহায়ক উপকরন বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *