ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ভুরুঙ্গামারীতে শান্তিপুর্ন পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন জানান,চলতি বছর উপজেলার ১০টি ইউনিয়নের ১৩ টি পরীক্ষা কেন্দ্র থেকে প্রাথমিকে ৪০৩৯ ও ইবতেদায়ী মাদ্রাসা থেকে ৯৬৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করার থাকলেও প্রাথমিকে ২৩৬ জন এবং ইবতেদায়ী মাদ্রাসার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।