jalamuddinflower

আসাদুজ্জামান খোকন,সিটি এডিটর এশিয়ান বাংলা নিউজঃ
ভুরুঙ্গামারীতে ফুল চুরি করাকে কেন্দ্র করে ফুলগাছের মালিককে পিটিয়ে জখম করেছে ফুল চোরের আত্মীয় স্বজনেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি কাচারীপাড়া গ্রামে।
জানাগেছে,সোনাহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস পালনে শহীদ মিনারে ফুল দেয়ার জন্য বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের ফুল সংগ্রহের নির্দেশ দিলে উক্ত গ্রামের মোমিন আলীর ছেলে খোকন ও আরও কয়েকজন ছাত্র মিলে ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টার সময় মৃত ছুরুত আলীর ছেলে জালামুদ্দিনের বাড়ি থেকে একটি গাঁদা ফুলের গাছ ফুল সহ উপড়িয়ে নিয়ে যাবার সময় তাদের ধাওয়া করে। খোকনকে আটক করলেও অন্যান্য ছাত্ররা পালিয়ে যায়। ফুলগাছের মালিক তাকে মারার চেষ্টা করলেও তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় একই গ্রামের ফুল চোরের অভিভাবকেরা জালামুদ্দিনকে রাস্তাঘাটে আটক করে মারার পরিকল্পনা করতে থাকে। গতকাল সকাল ৯ টার সময় জালামুদ্দিন সোনাহাট তহশীল অফিসে খড় দিয়ে ফেরার সময় ফুল চুরি করাকে কেন্দ্র করে নাজিম উদ্দিনের ২ ছেলে মোমিন আলী (৪০)ও আশরাফুল(৩৫),মৃত কাশেম আলীর ২ ছেলে খালেক (৩৩)ও আলেফউদ্দিন(৩৫),রহিমুদ্দিনের ছেলে মানিক এবং ফুল চোর খোকন সহ জালামুদ্দিন(৪০) কে পিটিয়ে জখম করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নাই। ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত অফিসার জানান,মামলা হলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন