ভুরুঙ্গামারীতে বিএস কোয়ার্টারের ইট খুলে নিয়ে গেলেন মহিলা ইউপি সদস্য
ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী কৃষি বিভাগের পরিত্যক্ত ব্লক সুপারভাইজার(বিএস) কোয়ার্টারের ইট খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে উপজেলার ৯ নং চর ভুরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে কৃষি বিভাগের ব্যবহৃত পরিত্যক্ত ভবন বিএস কোয়ার্টারটি দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকার সুযোগে ঐ ইউপির ৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আংরিয়া খাতুন ও তার স্বামী জাহিদুল ইসলাম গত ২৯ অক্টোবর দিনদুপুরে ইট খুলে বাড়িতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গাড়ী সহ ইট আটক করে উপজেলা কৃষি অফিসারকে জানালে কৃষি অফিসার আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরের দিন এলাকাবাসীর পক্ষে নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে নিকট লিখিত অভিযোগ করে। এ বিষয়ে কৃষি অফিসার আক্তারুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান,সরকারী নির্দেশ ব্যতিত কেউ ইট নিয়ে যেতে পারেনা। ঐ মহিলা সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।উল্লেখ্য ঐ মহিলা ইউপি সদস্যের বাড়িতে স্তুপ করে রাখা ইটের ছবি তুলতে গেলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে অশালীন আচরন করে এবং জানান আমি চেয়ারম্যানের নির্দেশে এনেছি। যা বলার চেয়ারম্যানকে বলেন। এলাকাবাসীর সঙ্গে কথা আরও জানাগেছে আংরিয়া খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে সরকারী রাস্তার গাছ কেটে নেয়ার অভিযোগ রয়েছে। অনতি বিলম্বে সরকারী ভবনের ইট এবং সরকারী রাস্তার গাছ কেটে আত্মসাতের ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *