ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে সরকারী নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ না করে বিদ্যালয় থেকে বিতরণের সময় শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীর নানীকে ধাক্কা দেওয়াসহ মারপীটের অভিযোগ উঠেছে। জানাগেছে উপজেলার দক্ষিন ভরতেরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার(৬ জুন) সরকারী নির্দেশনা না মেনে বিস্কুট বিতরন করার সময় ঐ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র নুর আলমের অভিভাবক (নানী) উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের রিজু মিয়ার স্ত্রী কহিনুর বেগম বিস্কুট আনতে গেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী ছাত্র ছাড়া বিস্কুট দিতে অস্বীকৃতি জানায়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে ঐ শিক্ষক তাকে ধাক্কা দিলে বারান্দায় পরে যায়। এসময় হাতে থাকা বেত দিয়ে আঘাত করলে বেতের আঘাতে ঠোঁট ফেটে যায়। এর পরেও মারমুখী হলে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে বিস্কুট বিতরন বন্ধ করে দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা সরকার এসে অবশিষ্ট বিস্কুট বিতরন করে। পরে শিক্ষকের হাতে নির্যাতনের শিকার কহিনুর বেগম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শিক্ষক ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার কথা স্বীকার করলেও মারপীটের কথা অস্বীকার করে বলেন প্রধান শিক্ষকের নির্দেশেই বিদ্যালয় থেকে বিস্কুট বিতরণ করেছেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করে জানান,সরকারী নিয়মনীতি বহির্ভুত বিস্কুট বিতরন ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আইনে কারন দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।