ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে ভুমিদস্যু কর্তৃক জমি দখলে ব্যর্থ হয়ে শতাধিক গাছ কেটে সাবাড়।
ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাটগোপালপুর গ্রামে। জানাগেছে উপজেলার দক্ষিণ ছাটগোপালপুর গ্রামের তমসের আলী ১৯৬৪ সালের ৬ এপ্রিল ২৪ শতক জমি ক্রয় করে প্রায় ৫৪ বছর থেকে ভোগ দখল করে আসাকালীন এলাকার ভুমিদস্যু হিসাবে খ্যাত মৃত কোরবান আলীর পুত্র হবিবর রহমান,আমিনুর রহমান ও হবিবর রহমানের পুত্র আমিনুর ও মমিনুর উক্ত জমির ভুয়া মালিকানা দাবী করে দখলের পায়তারা করে আসায় উক্ত তমসের আলীর তিনপুত্র আলতাফ,আলফাজ ও আকবর আলী ঐ জমিতে ইউক্লিপ্টাস ও মেহগনী প্রজাতির গাছ রোপন করে। এদিকে জমি দখল করতে ব্যর্থ হয়ে হবিবর রহমান গং গত বুধবার রাতের অন্ধকারে প্রায় লক্ষাধিক টাকার গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে। তমসের আলীর পুত্ররা জানায় উক্ত হবিবর রহমান গং জমি দখলের জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার প্রস্তুতি নিচ্ছি।
এলাকাবাসী জানায় উক্ত জমি ৫৪ বছন থেকে তমসের আলীরা ভোগদখল করে আসছে আর কোন ক্ষমতা ও কাগজের বলে হবিবর রহমান গং মালিকানা দাবী করে দখলের পায়তারা করছে এটা আমাদের বোধগম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন