ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহাবিপন্ন প্রজাতির বাঘাইর মাছ সরকারীভাবে শিকার ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্বেও মৎস্য ও বনবিভাগের দায়িত্বে অবহেলার কারনে ১৪ জুলাই রবিবার সকালে উপজেলার পাগলারহাট বাজারে প্রকাশ্যে ১২০ কেজি ওজনের দুইটি বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ বিক্রি করা হলেও উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলার কারনে মাছ বিক্রিকারী জেলেদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি। খোঁজ নিয়ে জানাগেছে প্রায় সময়ই সরকারীভাবে নিষিদ্ধ এসব মহাবিপন্ন প্রজাতির বাঘাইর মাছ হাটবাজারগুলোতে বিক্রি হলেও নেয়া হচ্ছে না কোন আইনী ব্যবস্থা। শুধু তাই নয় সারা উপজেলার বিভিন্ন নদী নালা খাল বিলে চায়না ড্রাগন জাল দিয়ে অবাধে দেশী মৎস্য ও বিভিন্ন জলজ প্রানী নিধন করা হলেও ভুরুঙ্গামারীতে মৎস্য বিভাগের দৃশ্যমান কোন অভিযান। অনেকে জানান,চায়না ড্রাগন জাল দিয়ে মৎস্য শিকারকারীদের সাথে মৎস্য অফিসের লোকজন নিয়মিত মাসোহারা নিয়ে তাদের অভিযান বন্ধ রেখেছে। বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ শিকার ও বিক্রি করলেও মৎস্য বিভাগের কোন আইনী ব্যবস্থা না নেয়ার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নুুরুজ্জামান জানান, বাঘাইর মাছ শিকার ও বিক্রয় নিষিদ্ধ কিন্তু এ বিষয়টি বন্য বিভাগের দায়িত্ব এটা আমাদের করণীয় কিছুই নেই। উপজেলা বনবিভাগের কর্মকর্তা সেকেন্দার আলী বাদশাহ জানান,বাঘাইড় মাছ শিকার ও বিক্রয় নিষিদ্ধ তবে পাগলারহাটে বাঘাইড় মাছ বিক্রি হয়েছে বিষয়টি আমার জানা নাই। অনতি বিলম্বে মহাবিপন্ন প্রজাতির মাছ হাটবাজারে বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *