স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান তমিজি হকে নির্দেশনায় গত রবিবার করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে সংগঠনের ভুরুঙ্গামারী উপজেলার উদ্যোগে জরুরী ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন করেন উপজেলা কমিটির সভাপতি মাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু।ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবিক সোসাইটির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রদীপ সরকার,ভারপ্রাপ্ত সম্পাদক সামিউল ইসলাম,কুড়িগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য মাসুদা ডেইজি,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহঃসভাপতি আলহাজ শহিদুল ইসলাম ব্যাপারী ও উপজেলা যুবলীগ নেতা আলহাজ মঈন উদ্দিন খোকন। বাংলাদেশ মানবিক সোসাইটি উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সত্তরটি পরিবারের মাঝে চিড়া,বিস্কুট ও সাবান প্রদান করে। উপজেলা কমিটির সভাপতি মাইদুল ইসলাম সুমন সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের প্রতি এই দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। উল্লেখ্য এই সংগঠনটি ইতিপুর্বেও উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে।