বিশেষ প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।
৩ মার্চ কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল ও যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলালের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ ঘোষনা প্রদান করা হয়। বিবৃতিতে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে আলহাজ মঈন উদ্দিন খোকনকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে কুড়িগ্রাম জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন খোকন দীর্ঘদিন থেকে দলীয় কাজের পাশাপাশি সামাজিক উন্নয়ন মুলক কাজে সক্রিয় জড়িত থেকে সুনাম অর্জন করেছেন। তিনি কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসায় সভাপতির পদে থেকে নিজ তহবীল থেকে অনুদান প্রদান করেছেন। তিনি ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মাদ্রাসা ও ইয়াতীম খানা সহ আন্ধারীঝাড় আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন ইয়াতীম খানা প্রতিষ্ঠা করেছেন। যুবলীগের এই কমিটির এমন ব্যক্তিকে সম্পাদক নির্বাচিত করায় ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ আওয়ামীলীগকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।