ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে লায়ন কমিউনিটি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ায় হাসপাতাল ঘেরাও করে পরিচালককে গনধোলাইয়ের চেষ্টা। রোগীর চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার আশ্বাসে রক্ষা পেল হাসপাতালের পরিচালক ।
জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে জনৈক আবুল কালাম ও প্রকৌশলী জহুরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে দিনাজপুর নিউ টাউন এলাকার মনিরুজ্জামানের পুত্র স্বঘোষিত লায়ন টি হোসেন তুহিন নিজেকে রাশিয়ার ক্রাস্ক মেডিক্যাল কলেজের এমবিবিএস এবং ভারতের দিল্লী থেকে গ্লুকোমা ও ছানি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সরকারী অনুমোদন ছাড়াই লায়ন কমিউনিটি চক্ষু হাসপাতাল খুলে রোগীদের ফ্রি চক্ষু দেখার নাম করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে এবং হাসপালেই ফার্মেসী দিয়ে বিভিন্ন কোম্পানীর ঔষধ উচ্চ মুল্যে রোগীদের নিতে বাধ্য করছে বলে ভুক্ত ভোগীরা জানান। এদিকে গত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী গ্রামের শের আলী সরকারের কলেজ পড়–য়া পুত্র মাসুদ রানা(১৭) মাথা ব্যথার চিকিৎসা নিতে গেলে তাকে চিকিৎসা দেয়ার পর মাথা ব্যথা সহ চোখের সমস্যা প্রকট আকার ধারণ করে। পরে রোগীর অবস্থার অবনতি হলে তার আত্মীয় স্বজনরা তাকে দিনাজপুরের চক্ষু বিশেষজ্ঞ টি জামানের নিকট নিয়ে যায়। ভুল চিকিৎসার কারনে উক্ত মাসুদ রানা দুচোখে ঝাপসা দেখছে কারন জানতে পেয়ে গতকাল ২৩ জানুয়ারী মঙ্গলবার রোগীর আত্মীয় স্বজন ও ভুক্তভোগীরা হাসপাতালে প্রবেশ করে পরিচালক ও চিকিৎসক লায়ন টি হোসেন তুহিনকে অফিস থেকে টেনে হিচড়ে বাইরে এনে গনধোলাই দেয়ার চেষ্টা করলে এলাকার বিশিষ্টরা এসে পরিস্থিতি শান্ত করে। পরে উক্ত মাসুদ রানার চোখের চিকিৎসার সকল ব্যয়ভার পরিচালক মেনে নেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। তার সার্টিফিকেট ও হাসপাতাল অনুমোদনের বিষয়ে পরিচালক তুহিনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন হাসপাতালে চিকিৎসা করতে গেলে এমনটা ভুল হতেই পারে তবে আমি তো মাসুদের চিকৎসার সকল ব্যয়ভার নেয়ার কথা বলেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শ্রী সুভাষ চন্দ্র সরকার জানান, উদ্বোধনের সময় জেলা সিভিল সার্জনের নির্দেশে আমি লায়ন কমিউনিটি চক্ষু হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তাদের রোগী দেখার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় রোগী দেখা নিষেধ রয়েছে। সরকারী নির্দেশ অমান্য করে রোগী দেখায় শীঘ্রই সিভিল সার্জনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এলাকাবাসী ও ভুক্তভোগীরা অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *