এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, ডিগ্রী কলেজ অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানী হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বাড়ি থেকে ধরে নিয়ে তাদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সেই শহীদ বুদ্ধিজীবিদের অবদানের কথা স্মরনে রেখে দিবসটি উদযাপন করা হয়।