ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর এমপি তার নিজস্ব তহবীল থেকে ৫ লাখ টাকা উপজেলার শিলখুড়ি ও তিলাই ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার হিসাবে বিস্কুট বিতরন করেন ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মন্টু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানারা বেগম মীরা,শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন মাষ্টার,তিলাই ইউনিয়ন আওয়ামীলীগেরসভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীরীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে তিনি ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দুধকুমর নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। জাতীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদার দুধকুমর নদের ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন