ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ তিলাই গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে জুয়া খেলার দায়ে ১১ জনকে আটক করেছে। আটক কৃতরা হলেন চর ভুরুঙ্গামারী গ্রামের জাকির হোসেন(২৫),ওয়াহেদ আলী (৩৫),আল-আমিন(৩০), মোজাম্মেল হক(৫০), একাব্বর আলী(৩৩), দক্ষিন তিলাই গ্রামের শহিদুল ইসলাম(৪১),শওকত আলী(৫০),ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল হামিদ(৪৬) বাদশাহ আলম (২৫),ধুলারকুটি গ্রামের মোতালেবহোসেন (৩১)এবং কচাকাটা থানার টেপারকুটি গ্রামের বেলাল হোসেন (২৬) । উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত ২টায় আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম সহ থানা পুলিশ তাদের আটক করে। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির আটকের ঘটনা স্বীকার করে জানান,অভিযুক্তদের বিরুদ্ধে মামলা(নং ০৯,তারিখ ১৫.০৫.১৮) দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।