ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৯ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধনের পর সকালে উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,সহকারী ভূমি কমিশনার তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য জহির ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শিলখুড়ি ইউনিয়নের মরিয়ম খাতুন প্রধানমন্ত্রীর ঘর ও জমি পেয়ে অনুভুতি ব্যক্ত করে বলেন “থাকার জায়গা আছিল না, মাইনষের বাড়িত থাকছি। শেখ হাসিনার দয়ায় থাকার একটা জায়গা হইল”-।