ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জয়মনিরহাট থেকে ১৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০ টার সময় এস আই নাজিবুল,এএসআই শ্যামল কুমার,এএসআই মনোয়ার হোসেন ও এএসআই বুলবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জয়মনিরহাটে পশ্চিমে একটি চাতালের নিকট ইয়াবা টেবলেট বিক্রির সময় জিয়ারুল ইসলাম রুবেল(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিয়ারুল জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের এছাহাক আলী ভান্ডারী ছেলে।এসময় তার নিকট ১৪ পিচ ইয়াবাসহ ইয়াবা বিক্রির ৯হাজার টাকা এবং একটি কাস্টমারের জন্য ব্যবহারী লাভা ব্রান্ডের মোবাইল সেটসহ গ্রেপ্তার করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যপারে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইনে মামলা রুজু করে আসামি কে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান ভুরুঙ্গামারীকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।