ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার দিক নির্দেশনায় ভুরুঙ্গামারী থেকে ১৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী কুড়িগ্রাম সদর থানার ভোগডাঙ্গা এলাকার মৃত কাজী আনোয়ারুল হকের পুত্র কাজী আজানুল হক (৬৫)।মামলা সুত্রে জানাগেছে কাজী আজানুল হক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দিন লাহিড়ীহাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত
কর্মকর্তা(ওসিএলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা মামলা নম্বর ৬ তারিখঃ ৩১/৭/৯৪ যাহার জিআর নং ৩১/৯৪ রুজু হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। এদিকে আজানুল হক মামলা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে । কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও কুড়িগ্রাম সার্কেলের উৎপল কুমার রায়ের নেতৃত্বে, ইন্সপেক্টর(তদন্ত)গোলাম মুর্তজা,এসআই কাইয়ুম,এসআই আমিনুল ইসলাম ২৯/৮/২১ইং রবিবার ভোর রাত্রিতে ভুরুঙ্গামারী হাসপাতাল পাড়া থেকে থেকে তাকে গ্রেপ্তার করে।কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।