ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
হিন্দু সনাতন ধর্মের দ্রাপড় যুগে পৃথিবীতে আজ থেকে ৫২৪৮ বছর পুর্বে এই ভাদ্রমাসের দ্বাদশ তিথিতে
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী শাখার আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গল শোভা যাত্রার একটি বিশাল র্যালী বের হয়ে।র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। পরে দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী শাখার সম্পাদক শ্রী কার্তিক সাহা প্রমুখ। পরে দেশ ও জাতি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। জন্মাষ্টমী উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মালম্বী প্রায় পাঁচ শতাধিক মহিলা পুরুষ অংশ নেন।