ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারী সীমান্তের শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার সীমান্তের কালজানী নদী থেকে বাংলাদেশের ৩০০গজ অভ্যন্তর থেকে এক অজ্ঞাত যুবকের(২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হয় দুর্বৃত্তরা ঐ যুবককে গলায় দড়ি দিয়ে পেচিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নদীতে লাশ দেখে এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনে। ওসি ইমতিয়াজ কবির জানান ২/৩দিন পুর্বে গলায় দড়ি পেচিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারনা করা হয় তবে এখনও লাশের পরিচয় নিশ্চিত হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।