ভুরুঙ্গামারী থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে করতে এসে পালিয়ে গেল বরপক্ষ অপর দিকে বাল্য বিয়ে থেকে রেহাই পেল সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী নুরুন্নাহার পারভীন(১৩)। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাহাট ইউনিয়নের পশ্চিম গনাইরকুটি গ্রামের কালীরহাট নামক স্থানে। জানাগেছে ঐ গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র নুরমোহাম্মদ মিয়া নুরুর কন্যা ও বেলদহ দাখিল মাদ্রাসার ছাত্র নুরুন্নাহারকে গত ২০ এপ্রিল সোমবার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই শালমারা গ্রাম থেকে বরপক্ষ এই মহামারী করোনা ভাইরাসের সময়েও গোপন বিয়ে করতে আসে। এদিকে এলাকাবাসী থানায় বাল্য বিয়ের সংবাদ দিলে এস আই আউয়ালের নেতৃত্বে পুলিশদল তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে যাওয়ার পুর্বে বরপক্ষ পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলামের উপস্থিতিতে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে মেয়ে পক্ষকে ছেড়ে দেয়া হয়। এস আই আব্দুল আউয়াল জানান,সংবাদ পাওয়া মাত্র পুলিশ বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি মাদক,সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমুলক কাজ করতে সদা প্রস্তুত রয়েছে।