স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীর বাগভান্ডার ক্যাম্পের বাজারে জলাবদ্ধতা নিরসন কল্পে স্থানীয় যুব সমাজের উদ্যোগে পাইপের মাধ্যমে জমে থাকা পানি অন্যত্র নিষ্কাশন করতে সম্পুর্ন নিজেদের ব্যয়ে প্রায় ৭৫ মিটার পাইপ স্থাপন করে একটি ব্যতিক্রম ধর্মী সেবামুলক কাজে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করল এলাকার যুব সমাজ। স্থানীয় যুবও আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম জানান,দীর্ঘদিন থেকে সামান্য বৃষ্টিতে বাগভান্ডার ক্যাম্পের বাজার থেকে আর্মী এক্সেস সড়কের প্রায় ১০০ মিটার পাকা রাস্তার উপর পানি জমে জলাবদ্ধতার সৃষ্টির কারনে বাজারে আসা লোকজন,বিদ্যালয়ে আসা শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন অফিসে ধর্না দিয়েও জলাবদ্ধতার কোন সমাধান করতে না পেয়ে তিনি স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান ডাব্লু,আব্দুর রশীদ,লাভলু মিয়া,জসীমউদ্দিন ও ইব্রাহীম আলীকে নিয়ে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের আর্থিক সহায়তা নিয়ে প্রায় ৭৫ মিটার পাইপ লাইন স্থাপন করে জলাবদ্ধতা নিরসনে এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,যুব সমাজের এমন উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দুর হল। তারা এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।