ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ময়দান সীমান্তে বিজিবি কর্তৃক ২৮ কেজি ভারতীয় গাজা আটক করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৬.৪৫ ঘটিকার সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি)এর ময়দান বিওপির আওতাধীন বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৩৭৭/১০ এস এর নিকট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে মাদক দ্রব্য আসার গোপন সংবাদ পেয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমানের পরিকল্পনা ও দিক নির্দেশনা মোতাবেক ময়দান বিওপির ৯ মদস্য বিশিষ্ট বিজিবির টহলদল গোপনে বাংলাদেশের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষন পর ঐ স্থান দিয়ে ১ ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলদল ধাওয়া করলে ঐ ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে তল্লাসী অভিযান পরিচালনা করে ১টি প্লাস্টিকের ব্যাগ থেকে ২৮ কেজি গাজা আটক করতে সক্ষম হয় যার সিজার মুল্য ৯৮হাজার টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান,মাদক পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।