ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর সোনাহাট বাজারের ইজারা না পেয়ে বাজারের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী মহল। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করায় পুলিশ দিয়ে বন্ধ রাস্তাটি খুলে দেয়ায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন অনেকেই। জানাগেছে উপজেলার সোনাহাট বাজারটি দীর্ঘদিন থেকে স্থানীয় সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ইজারা নিয়ে পরিচালনা করে আসলেও চলতি ১৪২৭ বাংলা সনে দরপত্র আহবান করা হলে স্থানীয় ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার কন্যা মোছাঃ জান্নাতুল মুনতাহা রাইসার নামে আড়াই লাখ টাকায় ইজারা নেয়। এদিকে চলতি বছর উক্ত আলমগীর হোসেন ইজারা না স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বর্তমান ইজারাদার গোলাম রব্বানীকে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে বাজার থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ২০ এপ্রিল বাজারে যাতায়াতের একটি পাকা রাস্তা বন্ধসহ বাজারের পানি নিষ্কানের পথে বস্তা দিয়ে বাঁধ দিলে বাজারটিতে পানি জমতে থাকায় হাটে আসা লোকজনদের যাতায়াত ও মালামাল বিক্রিতে সমস্যার সৃষ্টি হয়। ইজারাদার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে থানা পুলিশ গিয়ে রাস্তাটি খুলে দেয় এবং পানি নিষ্কাশনের পথে রাখা বস্তাগুলো সরিয়ে দেয়। ইজারাদার গোলাম রব্বানী অভিযোগ করে বলে হাট ইজারা না পেয়ে হাটের খাজনা তুলতেও পুর্বের ইজারাদার আলমগীর হোসেন ও তার লোকজন বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। পুলিশ দিয়ে রাস্তা ও পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে আলমগীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান,ইজারা নিয়ে কোন বিরোধ নয় বাজারের পানি নিষ্কাশনের কারনে বিদ্যালয়ের মাঠ ভেঙ্গে যাওয়ার কারনে বস্তা দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান,বাজারের ইজারাদার আমাকে জানালে পরেরদিনই পুলিশ পাঠিয়ে রাস্তা ও পানি নিষ্কাশনের পথ খুলে দেয়া হয়েছে।