– নাজমুল হুদা পারভেজ
আমাকে নিয়ে একটি কবিতা লিখে দেবে
যদি তোমার, সময় হয় ?
শুনে মনে পড়ল এটা অগ্রাহায়ন মাস
বিয়ের মাস, কবিতার নয়।
বছরের শুরুর মাস, শেষ মাস নয়
ল²ীকে পুজো দেব বলে
রাতে তোমাকে নিয়ে কবিতা লিখলাম বটে
কবিতাটি শুনলেনা,চলে গেলে।
যদি নবান্নের ধান অন্যের ঘরে তুলবেই
তবে কবিতা লিখালে কেন?
তোমার প্রসব বেদনায় বুঝবে আমার কষ্টটা
কেমন কষ্ট দিয়েছ জেন।
বুঝিনি বলেই অসময়ে তোমাকে কবিতা ভেবেছি
ভালোবাসায় ভিজাতে, চেয়েছি হিয়া.
নতুন প্রাণে জেগে ওঠার গান শোনাব বলেই-
কবিতায় প্রেম, দিয়েছি ঢালিয়া।
আমার অনাবৃষ্টির আকাশে ঝরা চৈত্রের আগুন
হয়েছে তোমার পলাশ ফুল
তোমাকে নিয়ে লেখা কবিতাটি আজও কাঁদে
বলে ভুল, সবই ভুল।