ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সরকারী কলেজ মাঠে ১৯ ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ ঘটিকায় “বেকার কর নিরসন,দেশের হবে উন্নয়ন,অপেক্ষার দিন শেষ জেগে উঠ বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ভুরুঙ্গামারী ন্যাশনাল সার্ভিস পরিষদের আয়োজনে সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ন্যাশনাল সার্ভিস এর আশরাফুল ইসলাম,সাইদুল ইসলাম,আবু বকর ছিদ্দিক, শামসুল আলম,মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ বেকার ও দারিদ্রতা দূর করার প্রধান উপায় -ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবী জানান। এসময় উপজেলার ১০ টি ইউনিয়নের ন্যাশনাল সার্ভিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।