ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ৬ বাড়ি ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সেহরির সময় উপজেলার সদর ইউনিয়নের চর নলেয়া গ্রামের বিধবা আন্না বেগমের চুলা থেকে আগুন ছিটকে কাঁশের বেড়ায় পড়লে সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে আন্না বেগমের দুটি ঘর ভস্মীভূত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থিত আরো পাঁচটি বাড়ির ১২টি ঘর ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে মোট ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের অনুদান হিসাবে তিন বান ঢেউটিন ও নগদ নয় হাজার টাকা প্রদান করেন।