ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা :
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ভূরুঙ্গামারী শাখার আয়োজনে অটো বাইক চলাচলে বঁাধা প্রদান, চাঁদা দাবি, নির্যাতন-নিপিড়ন বন্ধ সহ ভূরুঙ্গামারীর তিন প্রান্তে তিনটি স্বতন্ত্র অটো ষ্ট্যান্ড নির্মাণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হাই, আপেল শিকদার, নির্যাতনের শিকার অটো বাইক চালক আব্দুল খালেক, মানু ও খোকা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মানববন্ধনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে ইউএনওকে স্মারক লিপি প্রদান করে।