ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি পুর্নবাসন প্রণোদনার আওতায় প্রায় আড়াই হাজার কৃষককে বিনামূল্যে অর্ধশত মেঃ টন গম বীজ প্রদান করা হচ্ছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দশ ইউনিয়নের ২৩শ’ ৫০ জন কৃষককে জন প্রতি ২০ কেজি করে গম বীজ প্রদান করা হবে। এছাড়া দু’শ জন কৃষককে জন প্রতি ২০ কেজি করে সার প্রদান করা হবে।
পাথরডুবি ইউনিয়নের কৃষক সোলায়মান ও কমর উদ্দিন জানান, সরকারী গম বীজ পাওয়ায় গম চাষ করতে আমাদের খরচ কম হবে। পাশাপাশি কিছু সার দিলে আরো সুবিধা হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলার ২১শ’ ৫০ জন কৃষককে জন প্রতি ২০ কেজি গম বীজ এবং দু’শ জন কৃষককে ২০ কেজি গম বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।