ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে রবিবার (৬ ফেব্রুয়ারি ) উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্হাপনায় আরডিআরএস এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আরডিআরএস এর উপজেলা সমন্বয়কারী কবির আলম, বাউশমারী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছাবেদ আলী,ইউপি সচিব মাহমুদুল হাসান লিখন ও জয়মনিরহাট ইউনিয়ন ফেসিলেটর নাজমুল হক প্রমুখ।