কুড়িগ্রাম সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী কর্তৃক সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে টাকা আত্মসাত। ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ফেরতের মুচলেকায় অভিভাবকদের জিম্মায় মুক্ত।
জানাগেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মোঃ রহম আলীর পুত্র মোঃ হারুনুর রশীদ হারুন (৩৫) উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের বঙ্গসোনাহাট ইউনিয়ন মাঠ সহকারী পদে চাকুরী করার সুবাদে সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে এলাকার ৩/৪ জনের নিকট প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। চাকুরী প্রার্থীদের সরকারী চাকুরী দিতে না পারায় তারা টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করলে টাকা দেয়ার আশ্বাস দিয়ে তালবাহানা করতে থাকে। উপজেলার বঙ্গসোনাহাট ইউপির উত্তর ভরতেরছড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র আশরাফুল আলমকে সরকারী চাকুরী প্রলোভন দিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে চাকুরী না দেয়ায় হারুনকে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করলে টাকা দিতে তালবাহানা শুরু করলে বিষয়টি নিয়ে ইতিপুর্বে কয়েকবার গ্রাম্য শালিস হলেও টাকা আদায় করতে ব্যর্থ হয়। পরে আবু বক্কর সোনাহাট গ্রাম আদালতে প্রতারক হারুনের বিরুদ্ধে সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে। মামলায় ৩ বার নোটিশ করলেও প্রতারক হারুন গ্রাম আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকে। এদিকে গত ৩০ জুন গ্রাম আদালতে হাজিরা দিতে এলে তাকে আটক করে জেল হাজতে প্রেরনের প্রস্তুতির সময় প্রতারক হারুনের পিতা রহম আলী সহ লোকজন বিষয়টি গ্রাম্যভাবেই নিস্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহর নিকট দাবী জানালে বাদী-বিবাদীর শুনানী শেষে হারুনের দোষ প্রমানিত হওয়ায় ২ লাখ ৩৭ হাজার টাকা চাকুরী প্রার্থী আশরাফুলের পরিবারকে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। প্রতারক হারুন সময় প্রার্থনা করায় ৪৫ দিনের সময় দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে হয়েছে। উল্লেখ্য উক্ত হারুন বলদিয়া ও সোনাহাট এলাকায় অনেক যুবককে সরকারী চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে প্রত্যেকের নিকট থেকে ৩/৪ লাখ টাকা নিয়ে ভূরুঙ্গামারীতে নিজ নামে জমি কেনারও অভিযোগ রয়েছে। উক্ত হারুনের প্রতারনা ও আটকের বিষয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিকাশ ডাকুয়ার নিকট জানতে চাইলে তিনি জানান,সরকারী চাকুরী প্রলোভনে টাকা আত্মসাত ও আটকের ঘটনা এখনও আমি জানিনা তবে এরুপ ঘটনার হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read more: http://www.kurigramlive.com/42023#ixzz5KFA5P5V7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *