ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ক’ সেট প্রশ্নের পরিবর্তে ‘খ’ সেট প্রশ্নে জেএসসি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের সকল কেন্দ্রে ‘ক’ সেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড-ভূরুঙ্গামারী এ-৬৬১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় ‘ক’ সেট প্রশ্নের পরিবর্তে ‘খ’ সেট প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হয়। এই কেন্দ্রটিতে ১২টি বিদ্যালয়ের প্রায় নয়’শ ৯৩ জন ছাত্রছাত্রী জেএসসি পরীক্ষা দিচ্ছে। ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর নিকট জানতে চাইলে তিনি জানান, অনিচ্ছাকৃত ভুলে ‘ক’সেট এর স্থলে ‘খ’ সেট প্রশ্ন নিয়ে আসেন কেন্দ্র সচিব। বিষয়টি কন্ট্রোলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর কে অবহিত করা হয়েছে, শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান দিনাজপুর শিক্ষা বোর্ড বিষয়টি বিবেচনা করার আশ্বাস প্রদান করেছেন। এর জন্য দায়ী কে প্রশ্ন এলাকার সচেতন সমাজের।