ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
“বাল্য বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক কিশোরীদের মধ্যে বাইসাইকেল দ্রুত চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্লিডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট- আরডিআরএসের সহায়তায় উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, প্রধান শিক্ষক শাহজাহান আলী ও প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী ইউনিয়ন পর্যায়ে বিজয়ী ৩০ জন প্রতিযোগী এবং উপজেলা পর্যায়ে বিজয়ী লুবনা খাতুন, বিজলী খাতুন ও সুমাইয়া আক্তারকে পুরস্কৃত করা হয়। বাল্র বিয়ের বিরুদ্ধে কন্যা শিশুসহ অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন