সোহেল রানা কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারীতে আদর্শ যুবসমাজ কর্তৃক হত দরিদ্র মানুষদের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করেছেন এক দল তরুন যুবক।
আজ ১১ মে (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নে চর ভূরুঙ্গামারী আদর্শ যুব সমাজ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার একদল তরুনদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ইউনিয়নের গরিব অসহায় ও বয়স্ক হত দরিদ্রদের মাঝে ২৫ টি শাড়ি ও ২৫ টি লুঙ্গী বিতরণ করেন।
যুবসমাজের সকল তরুনরা প্রত্যোন্ত এলাকার হত দরিদ্রদের খুজে খুজে বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে হাতে এই ঈদ উপহার পৌঁছে দেন।
উল্লেখ্য তিলে তিলে গড়ে উঠা এই চর ভূরুঙ্গামারী আদর্শ যুব সমাজের উদ্যোগে বিগত ৫ বছর ধরে সামাজিক উন্নয়নে নানা ভাবে ভুমিকা পালন করে আসছেন।এক নাগারে উল্লেখ্য যোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে প্রত্যেক ঈদে অসহায়দের মাঝে লাচ্চা সেমাই, চিনি,শারী লুঙ্গী,বিতরণ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দারানো বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ, করোনাকালীন সময়ে মাস্ক,ত্রান,বিতরণ সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে, মাইকিং সহ নানাভাবে অবদান রেখে আসছেন।