ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে
জাতীয় মৎস্য সপ্তাহ/২২ এর উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচারণা-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চ:দা) আদম মালিক চৌধুরী।
মত বিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার এর ইনিস্ট্রাকটর আতিকুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।