ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
“দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বর দূর্যোগের প্রস্তুতি মহরা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা আইবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত প্রমুখ।