রবিউল আলম লিটন,ভুরুঙ্গামারী থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয় এবং উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিডি আঃ ওহাব, সাবেক অধ্যক্ষ আঃ জলিল সরকার ও জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজ। র্যালি ও আলোচনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এছাড়াও বেকার যুব-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভূরুঙ্গামারী যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।