মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনার প্রভাবে প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া প্রায় ২১০০ শিক্ষার্থীকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে’র আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ টি শিখন কেন্দ্রের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার জয়মনির হাট উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাইদুর রহমানের উপস্থিতিতে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এসময় উপজেলা প্রোগ্রামে ম্যানেজার আদনান মোর্শেদ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।