ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ(টিএমএসএস) ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে গ্রামাঞ্চল ও দুস্থদের মাঝে ১ হাজার ৩শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। শুক্রবার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার রংপুর বিভাগীয় প্রধান কুমার মনি শংকর হাওলাদার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, কুড়িগ্রাম জোন প্রধান শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী অঞ্চল প্রধান রেজাউল করিম ও শাখা ব্যবস্থাপক রবিউল আলম। শাখা প্রধান রবিউল আলম জানান,টিএমএসএস সংস্থাটি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষের দারিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে আসছে।