ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিহাটে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার সময় নাগেশ্বরী উপজেলার আজমাতা গ্রামের আব্দুল হামিদ(৫০) সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী বাজার থেকে গরু বোঝাই ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘাতক ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রায়গঞ্জ নামক বাজারে জনগন আটক করলেও চালক পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে,এখনও মামলা দায়ের হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে দিয়েছে।