ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর পুত্র। সে পেশায় একজন লেদ শ্রমিক। জানাগেছে নিহত ঐ যুবক লেদের দোকানে কাজ শেষে বাড়ী ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে ভূরুঙ্গামারী বাগভান্ডার রোডের কদম তলা নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (বরগুনা ট-১১-০০০১) ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় রেজাউল। উত্তেজিত জনতা জামতলা মোড়ে ট্রাক ও তার চালককে আটক করে । ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও তার চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক চালক শাহজাহন আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন