ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়া এলাকার কালীরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক(৫৩)।
এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এবিষয়ে তিনি তার ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ফজল হকের পরিবারের সাথে তার বিরোধের সৃষ্টি হয়।
সোমবার(২১ নভেম্বর) সকালে আজিজুল হক তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ফজল হকের পরিবারের সদস্যরা তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করেন। এতে আজিজুল হক ঘটনাস্থলেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আজিজুল হকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।