ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ০৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার জয়নাল আবেদীন এর বাড়ীতে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন শিলখুড়ী দক্ষিণ ধলডাংগা এলাকার মৃত মতিয়ার রহমানের পুত্র জয়নাল আবেদীন (৫০), সিরাজুল হক এর পুত্র সোহেল রানা (২৩), কুদরত আলীর পুত্র জাহিদুল ইসলাম (২৫),
একই ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নুর মোহাম্মদ, এর পুত্র আব্দুল খালেক (২২),
আবু মুসার পুত্র মাহাবুব হোসেন (৩০),মৃত আব্দুল কাদের এর পুত্র জহুরুল ইসলাম (৩৩), আহম্মদ আলীর পুত্র হেলাল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশের একটি দল ধলডাঙ্গা এলাকার জয়নাল আবেদীন এর বাড়ীতে অভিযান চালায় । এ সময় বসত বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ জুয়া খেলার সরঞ্জাম, ০৭টি মোবাইল সেটসহ নগদ ৩৭০০/- (তিন হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।