ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদ্রাসা শিক্ষকের ভাড়া বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের তালাবদ্ধ দরজা ভেঙ্গে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল‍্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র।
রবিবার (২৮ জানুয়ারি ) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে শফিকুল ইসলাম এর ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বলে জানাগেছে।
ভূক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১১টায় আমি বাসা তালা দিয়ে মাদ্রাসায় যাই। আমার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকায় বাসাটি ফাঁকা ছিলো। মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি বাসার গেটসহ সবকটি রুমের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা, প্রায় সোয়া এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, সোলারের একটি বড় বেটারী ও মূল‍্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। সকাল ১১ টা থেকে দুপুর ১ টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা সুমন, বাদশা ও মোজাম্মেল হক জানান, ইদানিং এলাকায় চুরির ঘটনা বেড়েছে।
থানার প্রাচীর সংলগ্ন বাসায় দিনে দুপুরে এরকম চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ইন্সপেক্টর(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির বিষয়টি শুনেছি। ভূক্তভোগী ব‍্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন